যশোর লেবুতলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ 

jessore bnp map

তেলসহ নিত্যাপ্রযোজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং ভোলায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যা প্রতিবাদে কেন্দ্র ঘোীষত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার সদর উপজেলার লেবুতলা ইউনিয়ন বিএনপি স্থানীয় কোদালিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভা করার কথা থাকলেও পূর্ব নির্ধারিত কর্মসূচি নস্যাৎ করতে স্থানীয় যুবলীগ পাল্টা কর্মসুচির পালনের ঘোষণা দেয়। এক সপ্তাহ আগে থেকে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হলেও বৃহস্পতিবার দিবাগত রাতে তারা একই স্থানে দলীয় কর্মসূচির পালনের ঘোষণা দেয়। যে কারণে প্রশাসন অপ্রীতির ঘটনা এড়াতে সেখানে উভয় দলের কর্মসূচি পালনের উপর ১৪৪ ধারা জারি করেন। সেখানে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরে অনিন্দ্য ইসলাম অমিত স্থান পরিবর্তন করে পাশের লেবুতলা বাজারে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করেন। এসময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, নিশিরাতে ভোট ডাকাতি করে অবৈধ ক্ষমতার মসনদ দখল করা যায়। কিন্ত জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া যায় না। এখন থেকে যেখানে বিএনপির শান্তিপুর্ণ কর্মসূচিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। জনগণকে সাথে নিয়ে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। জনগণের ভোট ডাকাতি করে যারা সংসদে গেছেন, তারা কেউ সংসদে জনগণের পক্ষে কথা বলেন না। তাই বিএনপি জনগণের পক্ষে কথা বলার জন্য রাজপথে সংসদ স্থাপন করেছে। যে সংসদ জনগণের অধিকার আদায়ের পক্ষে কথা বলে। তাদের ন্যায্যা দাবির পক্ষে কথা বলে। আজকে শুধু যশোর নয় সমগ্র বাংলাদেশে রাজপথে বিএনপির নেতৃত্বে জনগণের জোয়ার সৃষ্টি হয়েছে। কোন ভাবেই সেই জোয়ার ঠেকানো যাবে না। জনতার বাধ ভাঙ্গা জোয়ারে কতৃত্ববাদী অবৈধ শাসক গোষ্ঠীর পতন নিশ্চিত হবে ইনশাআল্লাহ। পরে অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে লেবুতলা বাজার থেকে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি যশোর- মাগুরা মহাসড়ক হয়ে পার্শ্ববর্তী বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে গিয়ে শেষ হয়। এর আগের তার দলের খুলান বিভাগের এই শীর্ষ নেতার নেতৃত্বে যশোর শহরের দাড়াটানা -২৫০ শয্যা হসাপাতাল মোড় থেকে নগর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত পথসভা শেষে বিশাল বিক্ষোভ মিছিল বেল হয়। দুটি পৃথক কর্মসূচিতে বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, মারুফুল ইসলাম,মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, কাজী আজম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, নগর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মারুফ হোসেন, সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক সাব্বির মালিক, লেবুতলা ইউনিয়ন বিএনপি সভাপতি মোস্তফা মনোয়ারুল ইসলাম হ্যাপি, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, সাংগঠনিক সম্পাদক আব্দুর সাত্তার প্রমুখ। উল্লেখ্য এর আগে গেল ২২ ডিসেম্বর যশোর টাউন হল মাঠে একই অবস্থার মধ্য দিয়ে গণসমাবেশ সফল করেন।