যশোরে জমিজমা সংক্রান্ত মামলায় আটক এক

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে যশোর সদরের বসুন্দিয়া গ্রামের একটি বাড়ি ঢুকে মারপিট করে জখম শ্লীলতাহানি ও চেন ছিনিয়ে নেয়ার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। বসুন্দিয়া খানপাড়া গ্রামের লুৎফর রহমানের স্ত্রী মোছাঃ চন্দ্রবান এ মামলা করেন। মামলায় পিতা-পুত্রসহ দুই জনকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাত নামা আরো ২/৩ জন আসামি রয়েছে। আসামিরা হচ্ছে ওই গ্রামের মশিয়ার রহমান (৬০) ও তার ছেলে সোহাস খান (২৩)। আসামিদের মধ্যে পুলিশ সোহাস খানকে আটক করে।
মামলায় উল্লেখ করা হয়েছে, জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে আসামিরা বাদির পরিবারের লোকজনকে মারপিট ও খুন জখমের হুমকি দিয়ে আসছিলো। বাদি নিজের জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে আসামিরা ১ সেপ্টেম্বর সন্ধ্যায় লোহার রড বাঁশের লাঠি নিয়ে বাদির বাড়ি ঢুকে লুৎফর রহমানকে গালিগালাজ করে। লুৎফর রহমান গালিগালাজ করতে নিষেধ করলে তার মাথায় আঘাত করে রক্তাত্ত জখম করে। বাদি চন্দ্রবান ঠেকাতে গেলে আসামিরা তাকেও মারপিট করে জখম করে ও তার কাপড় চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি ঘটায়। এ সময় আসামিরা বাদি চন্দ্রবানের গলা থেকে আট আনা ওজনের একটি সোনার চেন ছিনিয়ে নেয়। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আসামিরা খুন জখমের হুমকি দিয়ে চলে যায়।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার দুপুরে বসুন্দিয়ার বাড়ি থেকে আসামি সোহাস খানকে আটক করা হয়। তকে আদালতে সোপর্দ করা হয়।