পশ্চিমবঙ্গের পক্ষ থেকে বাংলাদেশকে শুভেচ্ছা : মমতা

banerjee

বাংলাদেশের মানুষ ও শিক্ষক সমাজকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ৫ সেপ্টেম্বর ভারতজুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস (দার্শনিক ও অধ্যাপক, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি প্রয়াত সর্বপল্লী রাধাকৃষ্ণণ’র জন্মদিন)।

কলকাতায় এই বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মমতা বলেন, ‌‘আমি জানি আজ ৫ সেপ্টেম্বর, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে এসেছেন। সম্ভবত ৮ তারিখ পর্যন্ত উনি আছেন। আমরা পশ্চিমবঙ্গের মানুষের পক্ষ থেকে বাংলাদেশকে আমাদের শুভেচ্ছা, আমাদের অভিনন্দন এবং আমাদের প্রণাম ও সালাম জানাই।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের শিক্ষকদেরও আমাদের প্রণাম ও সালাম। কারণ, সংস্কৃতির দিক থেকে ওদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই।’
সেইসঙ্গে বিদেশের মাটিতে কোনো সভায় যেতে দেওয়া হয় না বলেও নাম না করে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তার ক্ষোভ উগরে দেন মমতা। তিনি বলেন, ‘গোটা বিশ্বের অনেক জায়গায় আমাকে বক্তৃতা দিতে ডাকলেও আমি যেতে পারি না। কারণ, যেতে দেওয়া হয় না। তাতে কিছু যায় আসে না।’