যশোরে শ্রদ্ধা ও ভালোবাসায় সালমান শাহ’কে স্মরণ

জনপ্রিয় নায়ক সালমান শাহের ২৬ তম মৃত্যু বার্ষিকি উপলক্ষে যশোরে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এ বছরেও কাঠেপুল যুব সংঘের আয়োজনে দড়াটানা পুলিশ ক্লাব মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় শ্রদ্ধা ও ভালোবাসায় প্রিয় নায়ককে স্মরণ করেন ভক্তরা।
শোকসভায় বক্তারা বলেন,এত বছর পরেও প্রিয় নায়কের জন্য ভক্তদের হাহাকার থেমে নেই। এখনো তার ছরিব গান শুনলেই হৃদয়ে মাঝে কেঁদে উঠে। তার শুন্যতা কখনোই পূরন হবার নয়। তারা আরও বলেন, মৃত্যুর ২৬ বছরে এসেও এখনও তার মৃত্যুরহস্য উন্মোচিত হয়নি। যা বড়ই দুঃজনক। তারা বলেন, মুলত সালমানের ব্যাপক জনপ্রিয়তা ঈর্শানিত হয়ে একটি চক্র পরিকল্পিত ভাবে তাকে হত্যা করেছে। তারায় এখন ঘটনাটি ভিন্ন খ্যাতে নিতে অপচেষ্টা চালাচ্ছেন। সালমান ভক্তরা তা কখনোই তা মেনে নেবেনা। প্রয়োজনে ন্যায়বিচারের দাবিতে সারাদেশের ভক্তরা একত্রিত হয়ে উত্তাল করে তুলবে রাজপথ। এ বিষয়ে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

সভায় অংশ নেন গ্রামের কাগজের সহকারী সম্পাদক জাহিদ আহম্মেদ লিটন ও মহিলালীগ নেত্রী ফাতেমা আনোয়ার। কাঠেরপুল যুবসংঘের পরিচালক নিজাম উদ্দিন ভুইয়া শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন বাবু, রিকি খান, আশিকুর রহমান শিমুল, অসীম হোসেন, রেহান ইসলাম, সেতু, রিংকু ইসলাম, সূর্য তালুকদার, নাদিম হোসেন, হান্নান হোসেন , স্বপন হোসেন প্রমুখ। শোকসভা শেষে সালমান শাহের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন রোডে নিজ বাসা থেকে বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও আসামিপক্ষের ভাষ্যমতে এটি একটি আত্মহত্যা। অন্যদিকে সালমানের মা নীলা চৌধুরী সহ প্রয়াত এই নায়কের স্বজন ও লাখো ভক্তরা দাবি করে আসছেন এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।