যশোরে চাদাবাজি ও দস্যুতার ঘটনায় আদালতে মামলা

mamla rai

যশোর সদরের রহেলাপুর গ্রামে চাঁদাবাজি ও দস্যুতার ঘটনায় ২ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা হয়েছে। রোববার ওই গ্রামের ইয়াকুব আলী সরদারের ছেলে কামরুল হাসান বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

আসামিরা হলো, রহেলাপুর গ্রামের মুনছুর আলী বিশ্বাস ও তার ছেলে মিজানুর রহমান খোকা বাবু।

মামলার অভিযোগে জানা গেছে, কামরুল হাসানের পরিবারের সাথে আসামিদের জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা করেছেন কামরুল হাসান। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা নানা ষড়যন্ত্র করে আসছিল। গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় কামরুল হাসান রহেলাপুর গ্রামের ঈদগা ময়দানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় খোকা বাবু ও তার পিতাসহ অপরিচিত ব্যক্তিরা তার গতিরোধ করে। খোকা বাবু গলায় হাসুয়া ধরে কামরুল হাসানের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আসামিরা তার কাছে থাকা ২২ হাজার টাকা নিয়ে নেয়। এরমধ্যে চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে আসলে চাঁদার টাকা আগামী ১৫ দিনের মধ্যে দিয়ে বাকি টাকা দেয়ার হুমকি দিয়ে আসামিরা চলে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলে পুলিশ মামলা হিসেবে গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।