এবার সেই লুহানেস্কের গুরুত্বপূর্ণ শহর থেকে পালিয়েছে রুশ সেনারা

রোববার একটি বিবৃতিতে ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, রুশ সেনারা লুহানেস্কের গুরুত্বপূর্ণ শহর সাভাতোভ ছেড়ে পালিয়ে গেছে। শনিবারের আগেও যুদ্ধের সম্মুখভাগ থেকে এ শহরটির অবস্থান ছিল ৪০ কিলোমিটার দূরে।

 

গত এপ্রিলে পুরো লুহানেস্ক দখল করেছিল রুশ সেনারা। এই অঞ্চলের বিজয় ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে।

সাভাতোভ শহরটি রুশ সেনাদের রসদ পরিবহণের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এটি দিয়ে দোনেৎস্ক এবং লুহানেস্কের সম্মুখভাগে রসদ পাঠানো হত।

 

রুশ সেনাদের পালিয়ে যাওয়ার ব্যাপারে জেনারেল স্টাফ ফেসবুক পোস্টে বলেছে, দখলদাররা (রুশ সেনারা) লুহানেস্কের সাভাতোভ থেকে পালিয়ে গেছে। তারা চারটি কামাজ ট্রাক, ২০টি টাইগার সেনা যান এবং বেসামরিক লোকদের ২০টি গাড়ি চুরি করে পালিয়ে গেছে।

 

ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফের এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

 

এর আগে খারকিভ থেকেও বাস, ট্রাক ও চুরি করা গাড়িতে করে রুশ সেনাদের পালিয়ে যাওয়ার দাবি করেছিল ইউক্রেনের জেনারেল স্টাফ। তাদের দাবি, প্রায় ১৫০ জন রাশিয়ার ভেতর চলে গেছে।