নীরবতা ভাঙল রাশিয়া

খারকিভের ইজিয়ামসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর মাত্র তিন দিনের ব্যবধানে পুনর্দখল করে নেয় ইউক্রেনের সেনারা। তাদের পাল্টা আক্রমণে বাধ্য হয়ে পিছু হটতে বাধ্য হয় রুশ বাহিনী।

তবে এ বিষয়টি নিয়ে রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তারা কোনো কিছু বলেননি। বিষয়টি নিয়ে একেবারেই চুপ ছিলেন তারা।

অবশেষে নিরবতা ভেঙে খারকিভ পরিস্থিত নিয়ে কথা বলেছে রাশিয়া। সোমবার রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ নিয়মিত ব্রিফিংয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার সময় খারকিভ নিয়েও তথ্য দেন।

 

দিমিত্রি পেসকোভ বলেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে সেটি অর্জন করা হবে। লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

 

খারকিভের ইজিয়ামসহ অন্যন্য শহর থেকে রুশ সেনারা চলে গেছে পুনর্গঠিত হতে। যা ‘কৌশলের অংশ’ বলেও দাবি করেছেন দিমিত্রি পেসকোভ।

 

রুশ মুখপাত্র জানিয়েছেন, খারকিভ ছেড়ে সেনাদের পুনর্গঠিত হওয়ার বিষয়টি জানেন প্রেসিডেন্ট পুতিন।

 

এ ব্যাপারে পেসকোভ বলেন, অবশ্যই, বিশেষ সামরিক অভিযানের সকল তথ্য সুপ্রিম কমান্ডার ইন চিফকে (প্রেসিডেন্ট পুতিনকে) জানানো হয়। প্রতিরক্ষামন্ত্রী এবং অন্যান্য সামরিক কর্মকর্তাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছেন প্রেসিডেন্ট।