৯ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু

ফাইল ছবি

 

প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে।

লাইনচ্যুত বগি সরানোর পর মঙ্গলবার সকাল ৬টা ৫০ মিনিটে পুনরায় রেল চলাচল শুরু হয়।

এর আগে সোমবার রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্দা এক্সপ্রেস ট্রেনটি চারঘাটের সরদহ স্টেশনে লাইনচ্যুত হয় রাত পৌনে ১০ টার দিকে। ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

 

পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, বাংলাবান্দা ট্রেনটি রাত সোয়া ৯টায় রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে যায়। সরদহ স্টেশনের ১ নম্বর লাইনে ঢোকার সময় ট্রেনটির শেষ বগি লাইনচ্যুত হয়ে ২ নম্বর লাইনের উপরে উঠে গেছে। ফলে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় । এরপর ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে সারা রাত ধরে কাজ করে লাইন ক্লিয়ার করলে ট্রেন চলাচল শুরু হয়।

 

তিনি জানান, লাইন ক্লিয়ার হওয়ায় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস সকালে ছেড়ে যায়। আর রাতে আটকে পড়া চিলাহাটি থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী এসে পৌঁছেছে। তবে রাতের ধুমকেতু ট্রেনের যাত্রা বাতিল করা হয়।