মিলিত হচ্ছেন ভারত পাকিস্তান চীনের নেতারা

সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আগামী বৃহস্পতি ও শুক্রবার। উজবেকিস্তানের সমরখন্দে দুই দিনব্যাপী এ শীর্ষ সম্মেলনে সব সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরা যোগ দেবেন। এ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সৌজন্য সাক্ষাৎ হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন চীনা প্রেসিডেন্ট জিনপিং। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও এই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে জানা গেছে।

চীন, পাকিস্তান, রাশিয়া, ভারত, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান ও কাজাখস্তান এসসিওর পূর্ণ সদস্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বুধবার সম্মেলনের উদ্দেশে উজবেকিস্তানের সমরখন্দে পৌঁছাবেন। সম্মেলন শেষে ওই দিনই ভারতে ফেরার কথা রয়েছে মোদির। করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে দুই বছর পর এটি হবে প্রথম মুখোমুখি কোনো সম্মেলন। শীর্ষ সম্মেলনে ভারতের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বছরই উজবেকিস্তান থেকে এসসিওর সভাপতিত্ব পাবে ভারত। পাশাপাশি দেশটি আগামী বছর এসসিও শীর্ষ সম্মেলনের আয়োজন করতে চলেছে। খবর এএফপির।