ঝিনাইদহে মীনা দিবস উপলক্ষে র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

“নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মীনা দিবস পালিত হয়।সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্ত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।র‌্যালিতে ব্যানার ফেস্টুন নিয়ে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার শুধাংশু শেখর বিশ্বাস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রবীর কুমার কাঞ্জিলাল,শাজাহান রহমান,ওয়াজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম লিকি, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সলেমান সরদার, উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।র‌্যালি শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।