টেকনাফে গুলি ছুড়ে ফের কৃষক অপহরণ, গুলিবিদ্ধ ১

 

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায় আব্দুর রহমান (১৮) নামে এক কৃষক অপহরণের শিকার হয়েছেন। এ ঘটনায় মো. শফিক ওরফে লেডু (৩৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

শুক্রবার সকালে টেকনাফ উপজেলার বাহারছড়া ডেইল পাড়ার পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।

অপহরণের শিকার কৃষক এবং গুলিবিদ্ধ ব্যক্তি দুজনই টেকনাফের বাহারছড়া বড়ডেইল পাড়ার বাসিন্দা।

 

এ বিষয়ে বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, স্থানীয়দের মাধ্যমে অপহরণসহ একজনের গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেছি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজ নিচ্ছি।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী ও মরিচ্যাঘোনা এলাকা থেকে ৫ কৃষককে অপহরণের ঘটনা ঘটে।

 

এদের মধ্যে তিনজনকে ওইদিন সন্ধ্যায় আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এর দুই দিনের মাথা ৬ লাখ টাকা মুক্তিপণ দিয়ে জিম্মিদশা থেকে মুক্তি পান অপর দুই কৃষক।