যশোরে পথ শিশুদের সাথে খেলাধুল

খুলনা বিভাগ এস এস সি ১৯৯৩ ব্যাচ এর যশোরে ২য় রিইউনিয়ান উপলক্ষে আজ শুক্রবার (২১অক্টবার) বাংলাদেশ রেড ক্রিসেন্ট যশোর ইউনিটের হলরুমে শতাধিক পথ শিশুদের নিয়ে খেলাধুল ও দুপুরের খাবারের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলো আমার ৯৩ যশোরের বন্ধু আবুল কাশেম, জাহিদুল হক সুমিত, আমিনুল ইসলাম বাবু, আরিফুজ্জামান (আরিফ),

কামাল আহমেদ খোকন,অননিয় বিশ্বাস,আব্দার রহমান, প্রভাস মল্লিক, ইব্রাহিম, সিরাজুল ইসলাম মৃধা, ফিরোজ মাসুম সোহেল, মিলন চ্যাটার্জী, সুশান্ত চৌধুরী ওরফে গোল্ডেন সুশান্ত, মাহবুব, বিদ্যুৎ, তনু, শাহীন, তানজিম, নয়ন, রিয়াদ, শাহেদ, শিপলু, শাওন, মাজহার, ও শুভ, শামসুজ্জামান শাহীন,সামাদসহ যশোর ৯৩ এসএসসি ব্যাচের অসংখ্য বন্ধু-বান্ধব উপস্থিত ছিলো ও শতাধিক পথশিশু উপস্থিত ছিলো।