-ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার লক্ষ্মীপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে তোফান(২) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। শিশু তোফান ওই গ্রামের জাহাঙ্গীরের ছেলে।মৃত শিশুটির পরিবারের সদস্য ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে শিশুটি পড়ে যায়।দীর্ঘ সময় তাকে না দেখতে পেয়ে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা ও বাড়ির লোকজন পুকুরের পানি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।অপরদিকে এ ঘটনার কথা শোনা মাত্রই ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা তুষার ঘটনাস্থলে ছুটে যান এবং শিশুটির পিতা-মাতাসহ পরিবারের সকল সদস্যদের সান্তনা ও ধৈর্য ধারণ করার আহবান জানান। হরিণাকুন্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি শিশুটির পানিতে ডুবে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।এবিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান।