ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুস ছাত্তার(৭০)নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন।শুক্রবার রাতে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার পাঁচ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুস ছাত্তার সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের মৃত হামিদ আলী বিশ্বাসের ছেলে।নিহতের পুত্রবধূ সাথী খাতুন জানান, ঝিনাইদহ শহর থেকে রাতে ইজিবাইকযোগে নিজ বাড়ি আড়ুয়াকান্দি যাচ্ছিলেন তিনি। ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইক থেকে নামার সময় মাগুরা থেকে ঝিনাইদহগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়ে । এতে আব্দুস সাত্তার, মোটরসাইকেলের আরোহী মনজুর ও সোহাগ মারাত্মক ভাবে আহত হয়।স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সাত্তারের মৃত্যু হয়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, মনজুর ও সোহাগের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।নিহত আব্দুস সাত্তারের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।