” আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত নিরাপদ সড়ক দিবসে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ময়জদ্দিন হামীদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) ও বাস মিনিবাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোছাঃ হাসিনা খাতুন হেনা, মহেশপুর থানার (ওসি তদন্ত) মোঃ ইসমাইল হোসেন, মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, মহেশপুর বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি এম এ ওয়াদুদ মিয়া, সাধারণ সম্পাদক শ্রী শমেন কুমার নাথ ( মিঠু) শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল আজিজ, সাধারণ আবু হানিফ প্রমুখ।এসময় শ্রমিক ইউনিয়নের নেতা কর্মী সহ স্থানীয় গণমাধ্যম কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।