যশোরে ব্যবসায়ীকে মারপিটের ঘটনায় মামলা

পূর্ব শত্রুতার জের ধরে শরিফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে জোর পূর্বক ধরে এক বাড়িতে আটকে মারপিট করে মোবাইল কেড়ে নিয়ে পুনরায় মারপিট করে জখম করার ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। আদালতের পিটিশনের উপর শুক্রবার দিবাগত গভীর রাতে মামলাটি করেন, সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মৃত সাখাওয়াত শেখ এর ছেলে জহুরুল ইসলাম। আসামীরা হচ্ছে, ওই গ্রামের খয়ের মোল্যার ছেলে ইমামুল, একই গ্রামের শহিদুল মোল্যার ছেলে সোহাগ হোসেন ও খয়ের মোল্যার ছেলে নাজমুল হোসেন।

মামলায় জহুরুল ইসলাম বলেন, আসামীরা একই এলাকায় বসবাস করেন। বাদির ছেলে শরিফুল ইসলাম একই গ্রামের বাবু বাজার নামক স্থানে ফ্লেক্সি লোড বিকাশ ও মুদি ব্যবসা রয়েছে। গত ১২ অক্টোবর বুধবার রাতে শরিফুল ইসলাম দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে ফিরছিল। রাত ৯ টায় আসামী ইমামুলের বাড়ির দক্ষিণ পাশের্^ রাস্তায় পৌছালে সকল আসামীরা এক যোগে পূর্বে শত্রুতার জের ধরে শরিফুল ইসলামকে গতিরোধ করে এক যোগে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধরে ইমামুলের বাড়িতে নিয়ে আটক করে রাখে। ইমামুল ধারালো হাসুয়া দিয়ে শরিফুল ইসলামকে খুন করার উদ্দেশ্যে আঘাত করলে কপালে লেগে রক্তাক্ত গুরুতর হাড় ভাঙ্গা জখম হয়। বাদির ছেলে মাটিতে পড়ে গেলে নাজমুল হোসেন বাদির ছেলেকে লাথি মেরে পাজোরে হাড় ভাঙ্গা জখম করে। সোহাগ হোসেন লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ী মারপিট করে। নাজমুল হোসেন শরিফুল ইসলামের ব্যবহৃত দু’টি মোবাইল কেড়ে নেয়। শরিফুল ইসলামের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে শরিফুল ইসলামকে অজ্ঞান অবস্থায় উদ্ধারের চেষ্টা করলে আসামীরা বাধা দেয়। পরে ৯৯৯ কল দিয়ে পুলিশ এসে জখমী শরিফুল ইসলামকে উদ্ধার করে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।