খুলনা রেলস্টেশনে ভাঙচুরের ঘটনায় নাম উল্লেখ না করে বিএনপির ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। খুলনা রেলওয়ে স্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে শনিবার রাতে খুলনা জিআরপি থানায় মামলাটি দায়ের করেন।
খুলনা রেলওয়ে স্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, শনিবার বিএনপির গণসমাবেশে আসা অনেক নেতাকর্মী রেলস্টেশনের ভেতরে ঘোরাঘুরি করছিলেন। পুলিশ তাদেরকে বাইরে যাওয়ার আহ্বান জানালে তারা ক্ষিপ্ত হয়। একপর্যায়ে দুপুরে তারা মেইন গেট, বুকিং কাউন্টার ও সার্ভার রুমের ১৬টি গ্লাস ভাঙচুর করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
খুলনা জিআরপি থানা পুলিশ জানায়, মামলার এজাহারে আসামি হিসেবে অজ্ঞাত পরিচয় ১৫০ থেকে ১৭০ জনের কথা উল্লেখ করা হয়েছে। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।