ঘূর্ণিঝড় সিত্রাং: সাতক্ষীরায় প্রস্তুত ২৫৭ আশ্রয়কেন্দ্র

 

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উপকূলীয় সাতক্ষীরায় দুর্যোপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। আজ সোমবার ভোর থেকে জেলার সর্বত্র গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ বেশ মেঘলা। সাতক্ষীরার উপকূলীয় নদীতে স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ফুট জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও লোকালয়ে পানি প্রবেশের খবর পাওয়া যায়নি।

ইতোমধ্যে সুন্দরবনের ভেতরে জেলে বাওয়ালীদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির জানান, জেলায় পানি উন্নয়ন বোর্ডের দুটি বিভাগের ৭৮০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্য ১০টি পয়েন্টে ৮০ কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বেড়িবাঁধ ভাঙ্গন এড়াতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ২০ হাজার জিও ব্যাগ মজুদ রাখা হয়েছে। এছাড়া জেলার আশাশুনি উপজেলায় ১০৮টি, শ্যামনগর উপজেলায় ১০৩টি আশ্রয়কেন্দ্র ও ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত শুকনা খাবার, প্রয়োজনীয় ওষুধ, সুপেয় পানিসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।