ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে সোমবার তছনছ হয়ে গেছে উপদ্রুত এলাকার মোবাইল নেটওয়ার্ক। ঝড়ে মোট ৪ হাজার ৫৬৩টি মোবাইল টাওয়ার অচল হয়ে পড়ে। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬৮৪টি টাওয়ার সচল করতে সক্ষম হয় অপারেটররা।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছে। অচল টাওয়ারে মধ্যে গ্রামীণফোনের ১৬৮৩টি, রবির ১৩৬৩টি, বাংলালিংকের ১০৭৫টি এবং রাষ্ট্রায়ত্ব টেলিটকের ৪৩৮টি রয়েছে।
অচল টাওয়ারের মধ্যে গ্রামীণ ফোনের ৫৩৪টি, রবি ৮০টি, বাংলালিংক ২টি এবং টেলিটক ৬৮টি সাইট সোমবার সন্ধ্যায় চালু করা হয়।