যশোর উপশহরে চুরি ও অপরাধের প্রবনতা বৃদ্ধি!

উপশহর পুলিশ ক্যাম্পের টহল জোরদারের অভাবে হঠাৎ করে চুরিসহ নানা অপরাধ প্রবনতা বৃদ্ধি পেয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে সিত্রাং আঘাত হানার সুযোগে উপশহর ই ব্লক সংলগ্ন সেক্টর ৭ এর এক বাড়ি হতে আড়াইলাশ টাকা মূল্যের মোটর সাইকেল চুরি হয়েছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় চুরির অভিযোগ তুলে মামলা দিয়েছে।

উপশহর সেক্টরের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে অন লাইন কর্মী সাদিক বাদি হয়ে অভিযোগ জমা দিয়েছে। চুরির বিষয়টি নিশ্চিত করেছের উপশহর ই ব্লক ওয়ার্ড নং ৭ এর কাউন্সিলর খায়রুল বাশার।

খায়রুল বাশার জানান, ই ব্লক সংলগ্ন তার চাচা আব্দুর রাজ্জাকের সেক্টর নং ৭ এর বাড়ির সিঁড়ি ঘরের গ্রীল ভেঙ্গে অজ্ঞতনামা চোরেরা ভিতরে প্রবেশ করে। এর পর ভিতরের গ্রীল ও সার্টারের তালা ভেঙ্গে আব্দুর রাজ্জাকের ছেলে অন লাইন কর্মী সাদিকের নীল রংয়ের নাম্বার করার টিভিএস কোম্পানীর এ্যাপাচী আরটিআর ফোর জি মোটর সাইকেল যার মূল্য ২ লাখ ২০ হাজারসহ আড়াইলাখ টাকা সোমবার ২৪ অক্টোবর দিবাগত গভীর রাত ২৫ অক্টোবর রাত আড়াইটা থেকে ভোর রাত ৪ টা মধ্যে যে কোন সময় সংঘবদ্ধ চোরেরা উক্ত মোটর সাইকেল চুরি করে নির্বিঘেœ চলে যায়। এ ঘটনায় মঙ্গলবার ২৫ অক্টোবর সাদিক বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় মোটর সাইকেল চুরি সংক্রান্ত একটি অভিযোগ জমা দেন।

স্থানীয় লোকজন জানান, উপশহর পুলিশ ক্যাম্পের টহল জোরদারের অভাবে প্রায় প্রতি রাতে উপশহর এলাকার বিভিন্ন বাসা বাড়িতে অপরাধ প্রবনতা বৃদ্ধি পেয়েছে। কোন না কোন বাড়িতে চুরির খবর পাওয়া যাচ্ছে। প্রতিরাতে উপশহর ই ব্লকসহ তার আশপাশে সেক্টর গুলোতে বহিরাগত ব্যক্তিদের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয় জন প্রতিনিধিসহ এলাকাবাসী জানিয়েছেন। আব্দুর রাজ্জাকের বাড়ি হতে সোমবার দিবাগত গভীর রাতে মোটর সাইকেল চুরি বিষয়টি উপশহর পুলিশ ক্যাম্পের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ একটু সোচ্চার হলে অচিরেই চোরের সন্ধ্যান পাওয়া সম্ভব বলে স্থানীয় বাসিন্দা জানিয়েছেন। তাছাড়া,উপশহর পুলিশ ক্যাম্প তাদের টহল জোরদার নিশ্চিত করলে অপরাধীরা তাদের চলাফেরা গুটিয়ে নিবে ফলে অপরাধ প্রবনতা কমে আসবে বলে এলাকার বিভিন্ন পেশার মানুষ মনে করছেন।