চৌগাছায় অবৈধভাবে সার মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

যশোরের চৌগাছায় অবৈধভাবে সার মজুদ ও বেশি দামে বিক্রি করার অভিযোগে উপজেলার চাঁদপাড়া বাজারের মেসার্স আহাম্মেদ এন্টার প্রাইজ থেকে ৭১ বস্তা ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সার জব্দ করে ভ্রাম্যমান আদালত।

সেই সাথে দোকানের মালিক পান্নু মিয়ার কাছ থেকে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দকৃত সার পরে নায্যমূল্যে কৃষকের মাঝে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হবে মর্মে জানা যায়।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার উক্ত ভ্রাম্যমান আদালতের নের্তৃত্ব দেন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সহ কৃষি কর্মকর্তাবৃন্দ, চৌগাছা থানার উপ-পরিদর্শক বাচ্চু মিয়াসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।