যশোরে পৃথক অভিযান ফেনসিডিল গাঁজা ইয়াবাসহ গ্রেফতার-৮

jessore atok map

কোতয়ালি মডেল থানা,পুলিশ ক্যাম্প ও পুলিশ ফাঁড়ী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ২ কেজি দুই শ’ গ্রাম গাঁজা,একটি গাঁজার গাছ ,ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে আট জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলার শফিয়ার রহমানের ছেলে সাইদুর রহমান,সদর উপজেলার বিরামপুর গাবতলা গ্রামের জাকির হোসেনের ছেলে মানিক খাঁ, চুড়ামনকাটি ইউনিয়নের ক্ষিতিবদিয়া মোল্লাপাড়ার মৃত নওশের আলী বিশ^াসের ছেলে মিন্টু বিশ^াস, বেনাপোল পোর্ট থানার ভবের বেড় (পুকুরপাড়া জামে মসজিদের দক্ষিণ পাশের্^) মুজিবর হাওলদার ওরফে মুজিবর রহমানের ছেলে মেহেদী হাসান, যশোর সদর উপজেলার রামনগর মোল্লাপাড়ার আবুল বাশারের ছেলে পালক পিতা শুকুর আলীর ছেলে রেজওয়ান হোসেন,সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের সিদ্দিক আলীর ছেলে শাহীন আালম, একই উপজেলার বালিয়া ভেকুটিয়া মধ্যপাড়ার আকরামের ছেলে হাসিব ও যশোর সদর উপজেলার চাউলিয়া মধ্যপাড়ার নজরুল ইসলামের ছেলে আল আমিন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আলাদা দায়ের করা মামলায় বুধবার দুপুরে আদালতে সোপর্দ করেছে।

নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে,ওই ক্যাম্পের কর্মকর্তা ও সদস্যরা মঙ্গলবার ২৫ অক্টোবর রাত আনুমানিক ৯ টায় সদর উপজেলার চাউলিয়া গোডাউনের পূর্ব পাশের জনৈক মুন্না গাজীর লেদের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে আল আমিনকে ২শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে,পুরাতন কসবা পুলিশ ফাঁড়ী সূত্রে জানাগেছে,ওই ফাঁড়ীর কর্মকর্তা ও সদস্যরা মঙ্গলবার ২৫ অক্টোবর দুপুর আড়াইটার সময় বালিয়া ভেকুটিয়া গ্রামের শাহীন আলমের বাড়ির পূর্বে পাশের্^ উঠানের মধ্যে শাহীন আলম ও হাসিবকে ৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। অপরদিকে,কোতয়ালি মডেল থানা সূত্রে জানাগেছে, থানার এক কর্মকর্তা ও সদস্যরা মঙ্গলবার ২৫ অক্টোবর রাত ১১ টায় সদর উপজেলার রামনগর মোল্লাপাড়া গ্রামের রিপন কবিরাজ এর বাড়ির পূর্ব পাশের্^ উঠানে এক কেজি ৮শ’ গ্রাম গাঁজাসহ মেহেদী হাসান রেজওয়ান হোসেনকে গ্রেফতার করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা বুধবার ২৬ অক্টোবর সকাল ৯ টা থেকে সাড়ে ৯ টার মধ্যে সদর উপজেলার ক্ষিতিবদিয়া মোল্লা পাড়াস্থ মিন্টু বিশ^াসের বাড়ি এলাকার জমিতে চাষকৃত ১টি গাঁজার গাছসহ গ্রেফতার করে। এছাড়া,পুরাতন কসবা পুলিশ ফাঁড়ী সূত্রে জানাগেছে, মঙ্গলবার ২৫ অক্টোবর রাত সাড়ে ৮ টায় সদর উপজেলার বিরামপুর গ্রামের পলাশের বালু ভর্তি জমির মধ্যে ভৈরব নদীর পাড় হতে মানিক খাঁ কে ২শ’ গ্রাম গাঁজা ও কোতয়ালি মডেল থানা সূত্রে জানাগেছে, থানার এক এসআইসহ একদল পুলিশ মঙ্গলবার ২৫ অক্টোবর বিকেল পৌনে ৫ টায় শহরের টাউনহল মাঠ রওশন আলী মঞ্চের পেছনে রাস্তায় দাঁড়ানো সাইদুর রহমানকে ১৫পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে আলাদা ৬টি মামলা হয়েছে।