কালীগঞ্জে প্রাইভেটকারের চাপায় নিহত-১,আহত-৩

ঝিনাইদহের কালীগঞ্জে বেপরোয়া প্রাইভেটকারের চাপায় ১ শ্রমিক নিহত ও আহত হয়েছে ৩ শ্রমিক ।নিহত জিয়া(৩৫) খামারাইল গ্রামের মৃত শামছুল সরদারের ছেলে। বুধবার বিকালে কালীগঞ্জ-যশোর মহাসড়কের মল্লিনগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সেসময় আহত হয় আরো ৩ শ্রমিক।

আহত সকলেই গাছকাটা শ্রমিক বলে জানা গেছে।দূর্ঘটনার সংবাদ শোনা মাত্র কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে কালীগঞ্জ থেকে যশোর অভিমুখে ঢাকা মেট্রো গ-২৭৮৭০৭ নম্বরের একটি প্রাইভেট কার যাত্রী নিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল।

হঠাৎ মোবারকগঞ্জ সুগার মিলের পাশে মল্লিকনগরে পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছকাটা শ্রমিকদের চাঁপা দিয়ে ধানক্ষেতে গিয়ে আছড়ে পড়ে।কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিবলী খাতুন জানান, ফায়ার সার্ভিসের একটি গাড়িতে জিয়া নামের এক ব্যক্তি মৃত অবস্থায় হাসপাতালে এনেছিল।আহত অন্য শ্রমিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে।তবে এখন তারা সকলেই আশঙ্কামুক্ত।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রহিম মোল্যা প্রাইভেটকার চাপায় নিহত ও আহতর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।