যশোরের ঝিকরগাছা উপজেলার বোদখানা গ্রামে এক গৃহবধুকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পাঁচ জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসী । গত বুধবার রাত আনুমানিক নয়টার দিকে বোদখানা গ্রামে এই ঘটনা ঘটে। সন্ত্রাসীদের হামলায় আহতরা হচ্ছেন এলাকার সরোয়ার হোসেনের দুই ছেলে ইকরামুল মানিক (২৮), অনিক (২৬), মোসলেম হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান (২২), কদম আলীর ছেলে আব্বাস আলী (৪৫), মন্টুর ছেলে পিয়াল হোসেন (২০)।
আহতদের মধ্যে বোদখানাগ্রামের আহত অনিক জানান, একই এলাকার তৈয়বের ছেলে কল্লোল (২২) বিভিন্ন সময়ে পথে ঘাটে তার ছোট ভাইয়ের স্ত্রীকে উত্ত্যাক্ত করে আসছিল। এছাড়াও ফোনে এবং হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময়ে বিভিন্ন অশ্লীল মন্তব্য করে বখাটে যুবক কল্লোল। বুধবার সন্ধ্যায় তার ভাবির নিকট হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল্লোলের পাঠানো একটি ম্যাসেজকে কেন্দ্র করে প্রতিবাদ করতে গেলে কল্লোলসহ একই গ্রামের মেহের আলীর ছেলে মাসুদ(৩৫), রাশেদ আলী টেকোর ছেলে শাওন (৩৫), কল্ললের দুই ভাই সাগর (৩৫) ও বুলবুল (৪৫), পনার ছেলে রায়হান (২৭), লেকোর ছেলে সজীব (২৩) আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে অনিকসহ পাঁচ জনের পরে হামলা চালিয়ে তাদের আহত করে। ঝিকরগাছা ও যশোরের বিভিন্ন হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে।
গদখালি ইউনিয়নের ২নং ইউপি সদস্য হুমায়ুন কবীর মিলন মারামারির বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি ম্যাসেজকে কেন্দ্র করে এ মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে রয়েছেন বলে তিনি জেনেছেন।