পর্যটন ট্যুরসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

পর্যটন ট্যুরস এন্ড ট্রাভেলসের নিয়োগ ও জামানতের টাকা নিয়ে প্রতারণার অভিযোগে যশোরের আজিজুর রহমান ডেভিডসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে আরও একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার যশোর সদরের বিজয় নগর গ্রামের বিমল কুমার ঘোষের ছেলে অমিয় কুমার ঘোষ বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পলাশ কুমার দালাল অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

এর আগে চৌগাছার নগরবর্ণি গ্রামের হযরত আলীর ছেলে তামিম হাসান বাদী হয়ে একটি মামলা করেছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী সৈয়দ কবির হোসেন জনি।

আসামিরা হলো, পর্যটন ট্যুরস এন্ড ট্রাভেলস মহাখালির ডাইরেক্টর অব এডমিন ইব্রাহিম হোসেন, এমডি জহির উদ্দিন বাবর, স্মার্ট মেডিকেল টুরিজম এন্ড কনসালটেন্সির প্রতিনিধি যশোর শহরের রেলরোডের সোনিয়া রহমান ও যশোর সদরের ইছালী গ্রামের বজলে রহমানের ছেলে আজিজুর রহমান ডেভিট।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ৮ অক্টোবর যশোর থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকায় পর্যটন ট্যুরস এন্ড ট্রাভেলসের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করেন অমিও কুমার ঘোষসহ আরও অনেকে। আসামি আজিজুর রহমান ডেভিড চাকরি প্রার্থী অমিয় কুমারের সাথে যোগাযোগ করে চাকরির নিশ্চয়তা দিয়ে ৩০ হাজার টাকা ঘুষ নিয়েছিল। অমিয় কুমার শহরের দড়াটানাস্থ আলী মঞ্জিলের অফিসে লিখিত ও মৌখিক পরীক্ষা দিয়ে উর্ত্তীণ হন। ওই বছরের ২৫ অক্টোবর তিনি জুনিয়র এক্সজিকিউটিভ হিসেবে নিয়োগপত্র পান। পরবর্তীতে আসামিরা অমিয় কুমারসহ অন্য নিয়োগ পাওয়া প্রার্থীদের দিনাজপুর নিয়ে তাদের নিজ খরচে ৪ মাস প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণ শেষে চার মাসের বেতন চায়লে কতৃপক্ষ পরবর্তী কর্মস্থলে যোগদানের সময় চারমাসের বেতন একসাথে দিবে বলে সকলকে ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় আসামিরা। এরপর ঢাকাস্থ হেড অফিস তাদের পোস্টিং দেয়ার কথা দিলেও পরবর্তীতে কোন যোগাযোগ করেনি। আসামিদের সাথে কর্মে যোগদানের ব্যাপারে কথা বললে ঘোরাতে থাকে। অবশেষে জামানতের ১ লাখ টাকা ও বেতনের ৩ লাখ ৪৮ হাজার টাকাসহ আসামি ডেভিডকে দেয়া ৩০ হাজার টাকা ফেরত না দেয়ায় তিনি আদালতে এ মামলা করেছেন।