অপরহণ ও চাঁদাবাজির অভিযোগে ডিবি পুলিশ পরিচয়দানকারীর বিরুদ্ধে মামলা

mamla rai

ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করে ৪ লাখ ৪৫ হাজার টাকা চাঁদা নেয়ার অভিযোগে আব্দুর রবসহ অপরিচিত ৮/৯ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার অভয়গরের শিংগাড়ী গ্রামের রেজাউল মোল্যার ছেলে রাজু মোল্যা বাদী হয়ে এ মামলা করেছেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামি আব্দুর রব বেনাপোলের রঘুনাথপুর গ্রামের মৃত সিরাজের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, রাজু মোল্যা মৎস্য চাষী। গত ২৪ সেপ্টেম্বর দুপুরে তিনি মোটরসাইকেল যোগে যশোর সদরের বসুন্দিয়ার বাড়িতে আসছিলেন রাজু। পথিমধ্যে প্রেমবাগ মোড় পার হয়ে আসার পর একটি মাইক্রোবসা মোটরসাইকেলের গতিরোধ করে আব্দুর রবসহ অন্যরা নিজেদের ডিবি পরিচয় দেয়। মাইক্রোবাস থেকে একজন নেমে মোটরসাইকেল নিয়ে নেয়। কথাবলার একপর্যায়ে রব ও অন্যরা রাজুকে মাইক্রোবাসে তুলে নিয়ে চোঁখ বেধে ফেলে। এরপর মাইক্রোবাসটি অপরিচিত স্থানে চলে যায়।

ডিবি পরিচয়দানকারী রবসহ অন্যরা মারপিট ও হত্যার হুমকি দিয়ে বিভিন্ন বিকাশ নম্বর দিয়ে রাজুর পরিবারের কাছ থেক ৪ লাখ ৪৫ হাজার টাকা গ্রহন করে। পরদিন সন্ধ্যায় এ ব্যাপারে কোন বাড়াবাড়ি না করার হুমকি দিয়ে ভারত সিমাতের কাটাতারের বেড়ার কাছে ফেলে রেখে আসে। তিনি বাড়ি ফিরে জানতে পারেন অপরিচিত একজন বাড়িতে এসে মোটরসাকেলের কাগজপত্র নিয়ে গেছে। যার ছবি মোবাইলে ভিডিও করে রেখেছে পরিবারের লোকজন। এ ব্যাপারে কোতয়ালি থানায় অভিযোগ দিলে পুলিশ তা গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।