আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ভারতের বনগাঁ পেট্রপোল এলাকায় বাংলাদেশী ট্রাকচালক ফারুক হোসেন (৩৮) হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
তার বাড়ি যশোরের বেনাপোল গয়রা গ্রামে। তিনি (ঢাকা মেট্রো ট ১৬-৪৭১৮) নাম্বারের ট্রাক চালক। হঠাৎ বিকাল পাঁচটার দিকে বেনাপোল পেট্রপোলএলাকায় তিনি হৃদ যন্ত্রের আক্রান্ত হয়ে পড়েন স্থানীয় লোকজন তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে তিনি ট্রাকে করে গার্মেন্টসের পণ্য নিয়ে ভারতে পেট্রোপলে অবস্থান করেন ও সেখানে মাল সরবরাহ করে অপেক্ষা করছিলেন। এ সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ভারত বনগাঁ থানায় তার মৃত্যুর ঘটনায়
আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ভারত থেকে বাংলাদেশ হস্তান্তর করা হবে বলে জানা গেছে।