কেশবপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে আলোচনা সভা

আজ মঙ্গলবার দুপুরে যশোরের কেশবপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের আয়োজনে এবং কেশবপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ত্রণ অধিদপ্তর যশোর জেলার প্রসিকিউটর রাসেল আহমেদ, উপজেলা কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ, সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ প্রমূখ।

উক্ত কর্মশালায় মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তোলার কোন বিকল্প নেই। সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।

এক্ষেত্রে জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার জন্য আহবান জানান। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে তাদেরকে ক্রীড়ামুখী করার পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকার আহবান জানান।