সরকারের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু বলেছেন, আপনারা ঠাণ্ডা মাথায় চিন্তা করে যত তাড়াতাড়ি পদত্যাগ করবেন, তত তাড়াতাড়ি দেশের মানুষ মুক্তি পাবে।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অর্পণ বাংলাদেশ-এর উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, এই সরকারের সময় খুব বেশিদিন আছে বলে আমার কাছে মনে হয় না। যদি ভালোয় ভালোয় সম্মানের সঙ্গে এই সরকার চলে যায় তাহলে ভালো। তাদের একটাই পথ আছে পদত্যাগ করা, পার্লামেন্ট ভেঙ্গে দেওয়া। নির্বাচন কমিশন পুনরায় গঠন করা। আগে থেকেই কাজটা করলে তাদের সম্মানজনক প্রস্থান হবে।
তিনি বলেন, আমরা কাউকে অসম্মান করতে চাই না। সরকার সম্মানিতভাবে না অসম্মানিতভাবে যাবে, এটা তাদের চিন্তাভাবনা করা উচিত।
তিনি আরও বলেন, এই সরকারকে যেতেই হবে। এটা মুক্তিযুদ্ধের দেশ। এক সাগর রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। এখানে প্রতারণা করে, গুন্ডামি করে ক্ষমতায় থাকা যাবে; এটা ভাবা ঠিক হবে না।
সাবেক এই সংসদ সদস্য বলেন, পৃথিবীর এমন কোনো দেশ নেই, যেখানে বিএনপির লোক নেই। কিন্তু সব জায়গায় তারেক রহমানের জন্মদিন সাধারণভাবে পালন করা হচ্ছে। এটা তারেক রহমানের নির্দেশ। এর কারণ দেশের মানুষ ভালো নেই। গত ৫০ থেকে ৫২ বছরের মধ্যে দেশের মানুষ এখনও এত খারাপ অবস্থায় ছিল না।
তিনি আরও বলেন, দুর্নীতিগ্রস্ত ও সরকারের বিশেষ সুবিধাভোগী ছাড়া শতকরা ৯৯ ভাগ মানুষ কষ্টে আছে। দেশের মানুষ অর্থ, নিরাপত্তা, শিক্ষা সংকটে ভুগছে।
বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষ শুধু যে খাবার সংকটে আছে তা নয়। নিরাপত্তা সংকটেও আছে। বাইরে বের হলে ঘরে ফিরতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই।
আয়োজক সংগঠনের সভাপতি বিথিকা বিনতে হোসাইনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইশরাক হোসেন, জিনাফ সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ার প্রমুখ।