ট্রাকের তেল চুরি কথা স্বীকার করে দুই চোরের আদালতে জবানবন্দি প্রদান

সদর উপজেলার পদ্মবিলা গ্রামের এক বাড়ির উঠানে থাকা (ঢাকা মেট্টো ট-১৮-৬৫০৩) ট্রাকের তেলের ট্যাংকী ভেঙ্গে ৩৬০ লিটার ডিজেল চুরির সাথে সম্পৃক্ত স্বীকার করে মঙ্গলবার ২২ নভেম্বর দু’জন যশোর আদালতে ১৬৪ ধারায় স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছেন।

আসামীরা হচ্ছে,যশোর সদর উপজেলার পদ্মবিলা গ্রামের জয়নাল মোল্লার ছেলে মারুফ হোসেন, গোপালপুর গ্রামের হাশেম খানের ছেলে ইমন। উল্লেখ্য, গত ১০ নভেম্বর গভীর রাত সাড়ে ৩ টায় সদর উপজেলার পদ্মবিলা গ্রামের শফিয়ার রহমানের ছেলে জাহাংগীর হোসেনের বাড়ির উঠানে থাকা তার নিজ নামীয় ট্রাক (ঢাকা মেট্টো-ট-১৮-৬৫০৩) এর তেলের ট্যাকির তালা ভেঙ্গে জারে ডিজেল ভর্তি করে অপর একটি যান বাহনে তুলে পালাচ্ছে।

ওই রাতে জাহাংগীর হোসেন ডাক চিৎকার দিলে স্থানীয় আশপাশের লোকজন এগিয়ে এসে আসামীদের সনাক্ত করে। এ ঘটনায় ১২ নভেম্বর রাতে কোতয়ালি মডেল থানায় তিন চোরের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩/ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা চুরির সাথে জড়িত দু’জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে মারুফ হোসেন ও ইমন হোসেন চুরির বর্ননা দিয়ে স্বেচ্ছায় আদালতের বিজ্ঞ বিচারকের সামনে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

আসামীদের কারাগারে প্রেরনের নির্দেশ দেন বিজ্ঞ বিচারক।