যশোরে মামলাবাজ আছমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝাঁড়–মিছিল

Jessore map

যশোরের বসুন্দিয়ায় মামলাবাজ আছমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সকালে ঘুনি শাখারিপাড়া এলাকায় মানববন্ধন ও ঝাঁড়– মিছিল করেছে এলাকাবাসী। মিছিলটি ঘুনির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এলাকাবাসীরা ঝাঁড়– হাতে স্লোগান দেয়। ঝাঁড়– মিছিলে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। ভুক্তভোগিরা জানান, যশোর সদর উপজেলার ঘুনির শাখারিপাড়ার বহুলালোচিত মোছাঃ আছমা আক্তার (৩৬) তার নিজের এলাকাসহ আশপাশের গ্রামের একাধিক অসহায় ব্যক্তিদের নামে হয়রানীমূলক ভাবে ৬০/৭০টি মামলা করেছে। নাসরিন খাতুন বলেন, নিজের ছোট ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে বর্বোচিত নির্যাতন করে দিনের পর দিন ভাতের পরিবর্তের পশু খাদ্য খেতে দেয়। এসিড দিয়ে মুখ ঝলসে দেয়। মামলাবাজ আছমার হাত থেকে রক্ষা পেতে তার অপকর্মের প্রতিবাদ করায় ওই নারী মনিরুল ইসলামকে স্বামী দাবি করে আদালতে মিথ্যা মামলা করে হয়রানী করে আসছে।

সেতু আক্তার বলেন, আছমার হাত রক্ষা পেতে এই ঝাড়– মিছিল করা হয়েছে। প্রতিনিয়ত তার করা মিথ্যা মামলায় হয়রানী শিকার হচ্ছি। মামলাবাজ আছমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝাড়– মিছিলে উপস্থিত ছিলেন এলাকার জেসমিন আক্তার, সৈয়েদা আক্তার, নাসরিন বেগম, নাজমা বেগম ,নাসিমা আক্তার, অন্তু রহমান, সেতু আক্তার, জামাল হোসেন, আব্দুল গফুর ব্যাপারি, আব্দুল মজিদ, কাজল খাতুন, শফিক ভুইয়া, মনিরুল ইসলাম, আবুল কালাম আজাদ, শাহজালাল ব্যাপারি, শাহ আলম ব্যাপারি, নাজিম হোসেন, কামরুল হোসেন, খয়বার খাঁ, বাদশা মিয়া, টুকু হোসেন, মিল্টন হোসেন, আব্বাস ইসলাম, মোতালেব হোসেন, নুর ইসলাম, নুর আলি, রফিকুল ইসলাম, আলা ব্যাপারি, করিম ব্যাপারি, সবুজ হোসেন, আফরোজা বেগম, বিলকিস বেগম, মরিয়ম বেগমসহ শতাধিক মানুষ। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এর আগেও আছমার করা মিথ্যা মামলা থেকে রেহায় পেতে এলাকাবাসীরা সংবাদ সম্মেলনসহ মানববন্ধন করেছেন।