যশোরে মোটর সাইকেল চুরির ঘটনায় মামলা

সদর উপজেলার চাঁচড়া সাড়াঘুটা জনৈক চিত্তোর বাড়ির উঠান থেকে এক যুবকের এক ব্যক্তির মোটর সাইকেল চুরির অভিযোগে সোমবার ২৯ নভেম্বর রাতে মামলাটি করেন, সদর উপজেলার ইত্তা গ্রামের আব্দুর রউফের ছেলে আবু তাহের। আসামী করা হচ্ছে, অজ্ঞাতনামা চোর বা চোরেরা।

মামলায় বাদি উল্লেখ করেন, গত ২৪ নভেম্বর বিকেল সাড়ে ৫ টায় বাদি তার নিজ ব্যবহৃত পালসার (১৫০ সিসি) যার রেজিষ্ট্রেশন নাম্বার যশোর লÑ ১৪- ২৭১২) মোটর সাইকেলটি চাঁচড়া সাড়াঘুটো জনৈক চিত্তোর বাড়ির উঠানে রেখে বাড়ির লোকজনদের জানিয়ে মাছের পোনা কেনার উদ্দেশ্যে বাবু ভুইয়ার ঘেরে যায়। অনুমানিক বিকেল ৬টায় উক্ত চিত্তোর বাড়িতে এসে দেখে যে, বাদির মোটর সাইকেলটি নেই।

অনুমান বিকেল সাড়ে টা হতে ৬ টার মধ্যে যে কোন সময়ে অজ্ঞাতনামা চোর বা চোরেরা বাদির মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়। সম্ভাব্য সকলস্থানে খোজাখুঁজি করে কোথাও মোটর সাইকেলটি পাওয়া যায়নি। পরবর্তীতে এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গের সাথে আলোচনা করে খোঁজাখুঁজির এক পর্যায় না পেয়ে মামলা করেন। পুুলিশ মোটর সাইকেল চুরি সাথে জড়িত কাউকে গ্রেফতার কিংবা চুরি যাওয়ার মোটর সাইকেল উদ্ধার করতে পারেনি।