চীন থেকে আসা ৪ জনের করোনা শনাক্ত, ভেরিয়েন্ট অজানা : স্বাস্থ্যমন্ত্রী

jahid malek
ফাইল ছবি

জনসমাগম এলাকায় মাস্কের ব্যবহার নিশ্চিত করতে হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘গতকাল চীন থেকে আসা ব্যক্তিদের মধ্যে চারজনের শরীরে করোনা পাওয়া গেছে। তবে কী ধরনের ভেরিয়েন্ট, তা এখনও জানা যায়নি।’

আজ সন্ধ্যায় মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের বাইরে থেকে যারা দেশের অভ্যন্তরে এয়ারপোর্ট, ল্যান্ডপোর্ট ও সি-পোর্টে প্রবেশ করবে, তাদের প্রত্যেককেই করোনা পরীক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল চীন থেকে আসা ব্যক্তিদের এন্টিজেন টেস্ট করা হয়েছে। এদের মধ্যে চারজনের শরীরে করোনা মিলেছে। তবে তারা কোন ভেরিয়েন্টে আক্রান্ত, তা জানা যায়নি। আশা করছি, শিগগিরই সেটি বের করা সম্ভব হবে।’

জাহিদ মালেক বলেন, ‘কোভিডের নতুন ভেরিয়েন্টে সংক্রমণের হার বেশি হলেও মৃত্যু ঝুঁকি কম। তবে জনসমাগম হয়, এমন এলাকায় মাস্কের ব্যবহার নিশ্চিত করতে হবে।’