জাতীয় কৃষক খেতমুজুর সমিতির নেতৃত্বে যারা

২৯ ও ৩০ ডিসেম্বর ঐক্য সম্মেলন সম্পন্ন সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু ও সাংগঠনিক সম্পাদক তসলিম-উর-রহমান
২৯-৩০ ডিসেম্বর ’২২ যশোরে অনুষ্ঠিত বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতি ও জাতীয় কৃষক খেতমজুর সমিতির ঐক্য সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। সংগঠনের নাম ‘জাতীয় কৃষক খেতমজুর সমিতি’ সর্বসম্মত ক্রমে গৃহিত হয়। কাউন্সিল অধিবেশনে গঠনতন্ত্র, ঘোষণাপত্র ও কর্মসূচী নির্ধারন ও আবদুস সাত্তারকে সভাপতি, তুষার কান্তি দাস, গাজী অব্দুল হামিদ, নিমাই মন্ডলকে সহ-সভাপতি, মোশাররফ হোসেন নান্নু সাধারণ সম্পাদক, জিল্লুর রহমান ভিটু সহ-সাধারণ সম্পাদক ও তসলিম-উর-রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।#

মহান বিজয় দিবস উপলক্ষে অভয়নগর থানার আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
যশোর অফিস
যশোর জেলার অভয়নগর উপজেলাধীন নওয়াপাড়া শহরস্থ অভয়নগর থানা কম্পাউন্ডে অভয়নগর থানার আয়োজনে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব একেএম শামীম হাসান এর সভাপতিত্বে ‘মহান বিজয় দিবস উপলক্ষে’ এক আলোচনা সভা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বর্ণিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য রনজিত কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। আরও উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন সহ অভয়নগর উপজেলা, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস প্রমুখ। উল্লেখ্য অভয়নগর থানা কম্পাউন্ডে অভয়নগর থানার আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান চলমান রয়েছে।#