ঘন কুয়াশায় ভোর থেকে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে সোমবার ভোর থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

এতে বাসে আটকে থাকা যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মহাসড়কে চলাচলকারী যানবাহন ঝুঁকি নিয়ে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

সোমবার ভোর ৫টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় দৌলতদিয়া বিআই ডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

দৌলতদিয়া ঘাটে টিকিট কালেকশন ম্যানেজার আব্দুর রাজ্জাক বলেন, ভোরে ঘাটে এসে দেখি ৪ ও ৭ নম্বর ফেরিঘাটে দূরপাল্লার বাস ও ট্রাকবোঝাই ফেরিগুলো আটকে আছে। ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় শীতের মধ্যে যাত্রীরা পরিবার-পরিজন নিয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন।

সৌহার্দ পরিবহণের দৌলতদিয়া ঘাট শাখার সুপারভাইজার মো. মনির হোসেন বলেন, শীতের মধ্যে যাত্রীরা বাসের মধ্যে জবুথবু হয়ে বসে আছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন বলেন, সোমবার ভোর ৫টা থেকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়া ও ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট দেখা যাওয়ায় আমরা ফেরির চলাচল বন্ধ করে দিই।

সকাল সাড়ে ১০টার পর কুয়াশার ঘনত্ব কমে গেলে আবার ফেরি চলাচল শুরু করা হয় বলে জানান তিনি। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় ৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।