সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন হবে: আইনমন্ত্রী

anisul haq
ফাইল ছবি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আমাদের সংবিধানে যে সময় লেখা আছে সেই সময় অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর ব্যত্যয় হবে না। আর সংবিধানে যেটা নেই সেটা হবে না।’

আজ শুক্রবার দুপুরে কসবা উপজেলা পরিষদ অডিটরিয়ামে কসবা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের কোনো নিয়ম নেই। তত্ত্বাবধায়ক সরকার অবৈধ সর্বোচ্চ আদালত থেকে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নই ওঠে না।

তিনি সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন, জনগণ যাকে ভোট দেবে, সংখ্যাগরিষ্ঠ দল যে হবে, সেই গিয়ে সরকার গঠন করবে।

কসবা প্রেস ক্লাবের সভাপতি আবদুল হান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, পৌর মেয়র গোলাম হাক্কানী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সদস্য সচিব জাবেদ রহিম বিজন, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাবেক কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভুইয়া, মো. মনির হোসেন ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আফজাল হোসেন রিমন প্রমুখ।