যশোরে ডিবি পুলিশ কর্তৃক ইয়াবাসহ গ্রেফতার-২

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সোমবার ৯ জানুয়ারী রাতে যশোর বেনাপোল সড়কের চাঁচড়া চেকপোষ্ট এলাকা থেকে ৭০পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর শহরের পুরাতন কসবা (বিবি রোড,পুলিশ লাইন সংলগ্ন) এলাকার লুৎফর রহমানের ছেলে রাজিবুর রহমান,সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়ার গোলাম মোস্তফার ছেলে ইয়াসিন আরাফাত ওরফে জীবন। এ সময় তাদের সহযোগী পুরাতন কসবা (বিবি রোড,পুলিশ লাইন সংলগ্ন) আব্দুল মালেকের ছেলে ইসরাফিল ধরা পড়েনি। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় সোমবার দিবাগত গভীর রাতে মাদক আইনে মামলা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানাগেছে, সোমবার ৯ জানুয়ারী রাতে গোপন সূত্রে খবর পান যশোর বেনাপোল সড়কের চাঁচড়া চেকপোষ্ট এলাকার নিউ ঢাকা হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে কতিপয় মাদক বিক্রেতারা ইয়াবা ট্যাবলেট নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্তান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত সোয়া ৯ টার পর উক্ত স্থানে অভিযান চালায়।

ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা বিক্রেতারা দৌড়ে পালানোর সময় রাজিবুর রহমান ও ইয়াসিন আরাফাত ওরফে জীবনকে ধরে ফেলে। এ সময় তাদের সহযোগী ইসরাফিল পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় রাজিবুর রহমানের পরিহিত প্যান্টের পকেটের ডান পাশ হতে ৪৮পিস লালচে ও ২২ পিস লালচে গোলামী ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মঙ্গলবার গভীর রাতে কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা করেন। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেন।