কর্মসূচির নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি পূর্বঘোষিত গণঅবস্থান কর্মসূচির নামে রাজধানীতে জনদুর্ভোগ সৃষ্টি করলে তা সহ্য করা হবে না। তবে, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে বাধা থাকবে না।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে মুজিব কর্নার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির কর্মসূচিতে সরকার কখনো বাধা দেয়নি। কিন্তু, বিগত সব কর্মসূচিতে সহিংসতা হয়েছে। গণঅবস্থানের নামে রাস্তা অবরোধ, ভাঙচুর বা ধ্বংসাত্মক কাজ করলে নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করবে। তাদের সেভাবেই নির্দেশ দেওয়া আছে। কর্মসূচির নামে তারা অতীতে নানা সহিংসতা ও নাশকতা করেছে। সেসব অভিজ্ঞতার আলোকে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।

এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।