রোনালদোর চুক্তিতে দূতিয়ালির শর্ত নেই, দাবি আল নাসেরের

সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছে ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতি মৌসুমে ক্লাব থেকে তিনি ২০৭ মিলিয়ন ডলার বেতন পাবেন। যা তাকে বিশ্বের সবচেয়ে বেশি বেতনভুক্ত খেলোয়াড়ের খ্যাতি দিয়েছে।

সংবাদ মাধ্যম দাবি করেছিল, বেতনের বাইরে পর্তুগিজ যুবরাজ ২০০ মিলিয়ন ডলার পাবেন শুভেচ্ছাদূতের ভূমিকা পালন করার জন্য। ভেঙে বললে, ২০৩০ বিশ্বকাপ আয়োজনের বিড ধরবে আরব দেশ সৌদি আরব। ওই বিশ্বকাপ পেতে দূতিয়ালির ভূমিকা পালন করবেন সিআরসেভেন। সঙ্গে সৌদি ফুটবলকে বিশ্ব পরিসরে উপস্থাপন করবেন।

তবে চুক্তির শর্তে ওই দূতিয়ালির কোন বিষয় নেই বলে দাবি করেছে সৌদি ক্লাব আল নাসের, ‘রোনালদো সৌদি আরবের বিশ্বকাপ বিডে দূতিয়ালি করবেন এমন শর্তে আল নাসেরে চুক্তি করেছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। তবে আমর পরিষ্কার করে বলছি যে, চুক্তিতে ওমন কোন শর্ত নেই।’

ক্লাব কর্তৃপক্ষ বিবৃতিতে লিখেছে, রোনালদোর মূল লক্ষ্য আল নাসেরের হয়ে খেলা। সতীর্থদের সঙ্গে কাজ করা এবং দলকে সাফল্য এনে দিতে সহায়তা করা। সৌদি ক্লাবের সঙ্গে চুক্তি করলেও এখনও অভিষেক হয়নি রোনালদোর। এফএ’র দুই ম্যাচের নিষেধাজ্ঞা, তাকে নিবন্ধন করাতে দেরি হওয়ার কারণে অভিষেকে দেরি। তবে আগামী ১৯ জানুয়ারি মেসি-নেইমারের পিএসজি’র বিপক্ষে মাঠে নামতে পারেন তিনি।