মহেশপুর সীমান্ত থেকে ৪ টি স্বর্ণের বারসহ আটক এক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪ টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ কারবারিকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি।মঙ্গলবার বিকালে বাঘাডাঙ্গা সীমান্তের পদ্মপুকুর এলাকা থেকে ৪ টি স্বর্ণের বারসহ বায়েজিদ মিয়াকে আটক করা হয়।আটককৃত বায়েজিদ মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে।

বিজিবি মহেশপুর ৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্ণেল মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ইজিবাইক যোগে একটি স্বর্ণের চালান বাঘাডাঙ্গা সীমান্তের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি অভিযানিক টহল দল পদ্মপুকুর এলাকা থেকে ইজিবাইকটি গতিরোধ করে।

পরে চালককে আটক করে ইজিবাইক তল্লাশি করে কস্টেপ দিয়ে মোড়ানো ৪ টি স্বর্ণেরবার উদ্ধার করে। যার ওজন ৪’শ ৬৬.৩৮ গ্রাম, মূল্য ৩৪ লক্ষ ৫৮ হাজার ৮’শ ৩০ টাকা।অপর দিকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মাধবখালীর ময়নাগাড়ী এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৪ টি এয়ারগান উদ্ধার করা হয়।

আইনী প্রক্রিয়া সম্পন্ন করে আসামীসহ স্বর্ণ মহেশপুর থানায় ও এয়ারগান জীবননগর থানায় হস্তারন্তর করা হয়েছে।