যশোরে র‌্যাবের হাতে গাঁজাসহ একজন গ্রেফতার

র‌্যাব ৬ যশোর ক্যাম্পের সদস্যরা বুধবার রাতে যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজার এলাকায় ও বেনাপোল পোর্ট থানায় অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় বিল্লাল হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে যশোরের শার্শা উপজেলার জেলেপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে, বুধবার ২৫ জানুয়ারী রাত ৮ টায় র‌্যাবের একটি চৌকসদল গোপন সূত্রে খবর পেয়ে নাভারণ বাজার এলাকায় অভিযান চালিয়ে বিল্লাল হোসেনকে দুই কেজি গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করে। বিল্লাল হোসেন গ্রেফতার হওয়ার পর সে র‌্যাবের কর্মকর্তাকে জানায় উক্ত গাঁজা বেনাপোল পোর্ট থানার লটাদিঘা গ্রামের মানিক হার এর ছেলে মুকুল মিয়ার কাছ থেকে কিনেছে। মুকুলে মিয়ার বাড়িতে আরো গাঁজা রয়েছে।

গ্রেফতারকৃত বিল্লাল হোসেনের স্বীকারোক্তি মোতাবেক র‌্যাবের চৌকসদল মুকুল মিয়ার বাড়িতে রাত পৌনে ৯ টার পর অভিযান চালায়। র‌্যাবের অভিযান টের পেয়ে মুকুল মিয়া পালিয়ে যায়। পরবর্তীতে মুকুল মিয়ার বাড়ি তল্লাশী করে দেড়কেজি গাঁজা উদ্ধার করে।

পরে র‌্যাব-৬ এর একজন কর্মকর্তা বাদি হয়ে শার্শা থানায় গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়েছে। গ্রেফতারকৃতদের বৃস্পতিবার ২৬ জানুয়ারী সকালে আদালতে সোপদৃ করেছে পুলিশ।