যশোরে পরীক্ষায় এ প্লাস পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারনা, তন্ময় গ্রেফতার

এসএসসি পরীক্ষায় এ প্লাস পাইয়ে দেওয়ার কথা বলে ১৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে টাকা ফেরত না দিয়ে নানা তালবাহনা করার অভিযোগে আবু জুবাইর তন্ময় নামে এক প্রতারকের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। আবু জুবাইর তন্ময় যশোর উপশহর সি-৩৭,২নং সড়ক উপশহর এম এম রেজার ছেলে। শনিবার দিবাগত গভীর রাতে মামলাটি করেন, নতুন উপশহর প্লট নং ২৭৪, সেক্টর নং ১ এর বাসিন্দা সাইফুজ্জামান সাজুর স্ত্রী মোছাঃ মাহানুরা খাতুন। পুলিশ প্রতারক আবু জুবাইর তন্ময়কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

মামলায় বাদি উল্লেখ করেন,তার ছেলে তৌফিকুজ্জামান ২০২২ সালে এসএসসি পরীক্ষায় পাশ করেছে। আবু জুবাইর তন্ময় বাদির ছেলের পূর্ব পরিচিত। বাদির ছেলে এসএসসি পরীক্ষা দেওয়ার আগে তন্ময় বাদির ছেলেকে বলে তার সাথে যশোর শিক্ষা বোর্ড অফিসের অফিসারদে সাথে সু-সম্পর্ক আছে। ২০২২ সালের পরীক্ষার্থীদের মধ্যে যারা ১৫ হাজার টাকা দিবে সে তাকে এসএসসি পরীক্ষায় এ-প্লাস পাইয়ে দিবে। তবে উক্ত টাকার বিষয় কাউকে কিছু বলা যাবে না। বাদির ছেলে বাড়িতে এসে বাদিকে বিষয়টি জানায়। বাদি তার ছেলের কাছ থেকে ঘটনার বিষয় শুনে তন্ময়ের কথা বিশ^াস ছেলের এসএসসি পরীক্ষায় ফলাফল ভাল হওয়ার আশায় গত বছরের ১৪ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৬ টায় বাদি ও তার ছেলে তন্ময়ের বাড়িতে যেয়ে নগদ ১৫ হাজার টাকা প্রদান করে। পরবর্তীতে বাদির ছেলে এসএসসি পরীক্ষা ভাল ভাবে দিলেও সে এ প্লাস না পেয়ে জিপিএ এ পেয়ে পাশ করেন। বাদির ছেলে জিপিএ এ প্লাস না পাওয়ায় তন্ময়ের কাছে উক্ত ১৫ হাজার টাকা ফেরত চাইলে সে বিভিন্নভাবে তালবাহনা করে। তন্ময় বাদি ও তার ছেলেকে ভুল বুঝিয়ে প্রতারণা মূলকভাবে বিশ^াস ভঙ্গ করে উক্ত টাকা নিয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ প্রতারক তন্ময়কে গ্রেফতার করে। রোববার ২৯ জানুয়ারী তাকে আদালতে সোপর্দ করে।