চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী ওদুদ বিশ্বাসের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের সমর্থকদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।
জানা যায়, বুধবার সকালে ভোট গ্রহণ শুরুর পর স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন কেন্দ্র পরিদর্শনে আসেন। এ সময় একজন বহিরাগতকে কেন্দ্র থেকে বের হয়ে যেতে বললে দুই প্রার্থীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় আওয়ামী লীগ নেতা আবদুল হাকিমের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী লিটনের হাতাহাতি হয়। দুপক্ষই ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ সময় মাঠে একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। র্যাবের বোমা নিস্ক্রিয়করণ দল এসে ককটেলটি উদ্ধার করে।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শহিদুল ইসলাম জানান, হঠাৎ করেই দুপক্ষ সংঘর্ষে জড়ায়। পরে পরিবেশ নিয়ন্ত্রণে আসে।