পঞ্চগড়ে একাত্তরের কায়দায় ধর্মকে ব্যবহার করা হচ্ছে: রেলমন্ত্রী

nurul islam sujon
ফাইল ছবি

একাত্তরের কায়দায় ধর্মকে ব্যবহার করে দুই-তিন দিন ধরে পঞ্চগড়ে জ্বালাও পোড়াও করা হচ্ছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, সড়ক অবরোধ করে, গুজব ছড়িয়ে দোকানপাট লুটপাট করা হচ্ছে। তারা ভেবেছে, ধর্মের দোহাই দিয়ে পার পেয়ে যাবে। কিন্তু একাত্তরের অপরাধীদের যেমন বিচার হয়েছে, এখানেও সবাইকে আইনের আওতায় এনে বিচার করা হবে।

রোববার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগ আয়োজিত এক প্রতিবাদ ও শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় পঞ্চগড়ে বিএনপি জামায়াতের গুজব এবং অপতৎপরতা ঠেকাতে জেলা আওয়ামী লীগ মাঠে সরব থাকার ঘোষণা দিয়েছে।