নূপুর বসন্ত উৎসব পালিত হলো কোলকাতার সোদপুরে

উত্তর ২৪ পরগনা জেলার ‘নূপুর ডান্স রিসার্চ সেন্টার’ এর আয়োজনে কোলকাতার সোদপুরে বার্মাশেল পূজা প্রাঙ্গণ মাঠে মহাসমারোহে অনুষ্ঠিত হলো ‘নূপুর বসন্ত উৎসব’। মন্টু দেবনাথ ও সোমদত্তা’র পরিচালনায় এক ঝাঁক গুণী সঙ্গীতশিল্পী, আবৃত্তিকার,
নৃত্যশিল্পী লাইফ পেইন্টিং প্রদর্শনের মাধ্যমে ‘নূপুর বসন্ত উৎসব’ এর দশম বর্ষ পালন করল প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানের শুরুতে শান্তিনিকেতনের আঙ্গিকে “ওরে গৃহবাসী খোল দ্বার খোল” গানটি নৃত্য পরিবেশনের সঙ্গে প্রভাতফেরীর মাধ্যমে বসন্ত উৎসবকে আহ্বান এবং এলাকায় সকলের মনে রঙের আবির ছড়িয়ে দেয়া হয়। প্রভাতফেরী চলাকালীন মূল রাস্তা ধরে এবং পার্শ্ববর্তী এলাকার জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এসময় উৎসবের প্রতিষ্ঠাকালীন আয়োজক স্বর্গীয় চন্দ্রমৌলি বন্দোপাধ্যায়ের স্মৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয় এবং পানিহাটি বিধানসভার বিধায়ক শ্রী নির্মল ঘোষ মহাশয়কে সম্মানিত করে আয়োজক কতৃপক্ষ। অনুষ্ঠানে বসন্ত সংশ্লিষ্ট সংগীত পরিবেশন করেন অমিতাভ চৌধুরী, অভীক মুখার্জি, পিনাক পানি চক্রবর্তী, প্রাঞ্জল বক্সী। উপস্থিত দর্শকদের মধ্যে বিপুল সাড়া লক্ষ্য করা যায়। তারা হাততালির মাধ্যমে শিল্পীর সাথে গানে কণ্ঠ মেলায়। প্রখ্যাত আবৃত্তিশিল্পী সন্দীপ ঘোষ বসন্তের কোলাজের উপরে অসাধারণ একটি আবৃত্তি পরিবেশন করেন। নাচে অসাধারণ মুন্সিয়ানার পরিচয় দেন সুকান্ত চ্যাটার্জী। এছাড়া মঞ্চে অসাধারণ নৃত্য পরিবেশন করেন অপর্ণা সিমলাই, তাপস দেবনাথ স্নেহালীনা দাস ও তার দল। বাড়তি আকর্ষণ হিসেবে অনুষ্ঠান চলাকালীন সময়ে ছবি আঁকেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী শ্রী দীপঙ্কর সমাদ্দার। পরে দীপঙ্কর সমাদ্দারের আঁকা ছবিটি তুলে দেওয়া হয় পানিহাটির সুপরিচিত মুখ জনপ্রিয় ব্যক্তিত্ব শ্রী সম্রাট চক্রবর্তী মহাশয়ের হাতে।