যশোর সীমান্ত থেকে ১৩ টি স্বর্ণের বার উদ্ধার

যশোরের চৌগাছা উপজেলার লক্ষীপুর গ্রামে অভিযান চালিয়ে ১৩ টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। তবে পালিয়ে গেছে চোরাকারবারী। শুক্রবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি‌’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একজন চোরাকারবারী বাংলাদেশ থেকে স্বর্ণ ভারতে পাচার করবে। এ তথ্যের ভিত্তিতে বিজিবি একটি টহলদল উপজেলার লক্ষীপুর গ্রামের কপোতাক্ষ নদের তীরে অবস্থান নেয়। রাত ৮টার দিকে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখে টহল দল ধাওয়া দেয়।

এসময় লোকটি ভারতের দিকে পালিয়ে যায় এবং পালানোর সময় তার কোমরে থেকে স্বর্ণের বারগুলো পড়ে যায়। পরবর্তীতে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ১ কেজি ৫১৫ গ্রাম। আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা।
আটককৃত স্বর্ণ চৌগাছা থানায় মামলা দায়েরের মাধ্যমে ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।