যশোরে ১০ কবি লেখকের বই’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

যশোরে ১০ কবি ও লেখকের লেখা বই নিয়ে প্রকাশনা উৎসব শনিবার বেলা ১১টায় জেলা একাডেমির শিল্পকলার চিত্রকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন। কৃষ্টিবন্ধন যশোরের উদ্যোগে আয়োজিত এ প্রকাশনা উৎসবের সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ও গবেষক বিভূতিভূষণ মন্ডল।

প্রধান আলোচক ছিলেন কৃষ্টিবন্ধনের কেন্দ্রীয় সভাপতি ড. সবুজ শামীম আহসান। বিশেষ অতিথি ছিলেন কবি নাঈম নাজমুল, কবি ও গবেষক মনিরুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃষ্টি বন্ধন যশোরের সভাপতি হায়দার আলী, বিদ্রোহী সাহিত্য পরিষদের সহ সভাপতি নূরজাহান আরা নীতি, কবি গোলাম মোস্তফা মুন্না। স্বাগত বক্তৃতা করেন কৃষ্টিবন্ধন যশোরের সাধারণ সম্পাদক কাজী লিনা আরাফাত।

সঞ্চালনায় ছিলেন কৃষ্টিবন্ধন যশোরের সহসভাপতি শেখ জালাল উদ্দিন ও অর্থ সম্পাদক অনুসুয়া ঘোষ।

ড. শাহনাজ পারভীন, মঞ্জুয়ারা সোনালী, পারভীনা খাতুন, এমএ কাসেম অমিয়, শাহরিয়ার সোহেল, মাহমুদা রিনি, অরুণ বর্মণ, এমএনএস তুর্কী, রফিকুল ইসলাম ও সিম্বা হায়দারের লেখা বই নিয়ে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।