যশোর খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত, মামলা

যশোর খুলনা মহাসড়কের বানিয়ারগাতী বসুন্দিয়া যশোর ফিল্ড মিলের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে চলন্ত ট্রাকের ধাক্কা খেয়ে চলন্ত ট্রাকের হেলপার আফজাল হেসেন (২৩) নিহতর ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। মঙ্গলবার ১১ এপ্রিল দুপুরে মামলাটি করেন, নিহত হেলপার আফজাল হোসেনের পিতা সাতক্ষীরা জেলার সদর উপজেলার লক্ষীদাড়ী গ্রামের মোকছেদ আলীর ছেলে আকবার আলী। মামলায় আসামী করেন, দাঁড়িয়ে থাকা (ঢাকা মেট্টো – ট – ১৬- ৩৮৫৭) এর অজ্ঞাতনামা চালককে। পুলিশ ট্রাকটিকে হেফাজতে নিয়েছেন।

মামলায় বাদি উল্লেখ করেন,তার ছেলে আফজাল হোসেন সাতক্ষীরা ট-১১-০২৭২) ট্রাকের হেলপারি করে জীবিকা নির্বাহ করে। (ঢাকা মেট্টো-ট-১৬-৩৮৫৭) ট্রাক এর চাকার টায়ার পান্সার হওয়ায় পান্সারকৃত টায়ার মেরামত করার জন্য উক্ত ট্রাকের হেলপার বাগেরহাট জেলার সদর উপজেলার চুলকাটি নবাবপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে সিহাব (২০) মঙ্গলবার ১১ এপ্রিল ভোররাত ৪ টার পর যশোর খুলনা মহাসড়কের বানিয়ারগাতী বসুন্দিয়া যশোর ফিল্ড মিলের সামনে রাস্তার উপর কোন সিগন্যাল,পার্কিং লাইট পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ট্রাকের নিচে টায়ার খোলার জন্য অবস্থান করছিল।

ওই সময় একই দিক থেকে আসা (সাতক্ষীরা ট-১১-০২৭২) এর অজ্ঞাতনামা চালক (ঢাকা মেট্টো-ট-১৬-৩৮৫৭) এর ট্রাকের পিছনে স্বজোরে ধাক্কা দেয়। স্বজোরে ধাক্কা দেওয়ার ফলে সাতক্ষীরা-ট-১১-০২৭২) এর ট্রাক ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রাকের হেলপার বাদির ছেলে আফজাল হোসেন ও উক্ত ট্রাকের হেলপার সিহাব (২০) গুরুতর জখম প্রাপ্ত হয়। স্থানীয় লোকজন দু’জনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আফজাল হোসেনকে ভোর রাত সাড়ে ৪ টায় মৃত বলে ঘোষনা করে। এ ঘটনায় সড়ক আইনে মামলা হয়েছে।#