খুলনায় বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় বিএনপির এক হাজার ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শুক্রবার রাতে খুলনা সদর থানা উপপরিদর্শক (এসআই) খালিদ উদ্দিন বাদি হয়ে মামলাটি করেন।
মামলায় বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীসহ ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ১৩০০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে গ্ৰেপ্তার দেখানো হয়েছে।
শুক্রবার বিকেলে সমাবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় তিনজন গুলিবিদ্ধসহ আহত হন ২০ জন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ‘পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় ১৩ জনকে গ্ৰেপ্তার করা হয়েছে। বাকিদের গ্ৰেপ্তারের চেষ্টা চলছে।