বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৩ উপলক্ষে সোস্যাল এন্ড কালচারাল ডেভোলপমেন্ট অর্গানাইজেশন(এসসিডিও) ” সকল প্রকার তামাকজাত দ্রব্যের উপর সুনির্দিষ্ট করারোপ, এমআরপি তে সিগারেট বিক্রি নিশ্চিত করা এবং তামাক চাষ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবিতে ” প্রেসক্লাব যশোরের সামনে শনিবার বেলা ১১ টায় ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে।
এসসিডিও এর নির্বাহী পরিচালক সুকান্ত দাসের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পোফ যশোরের নির্বাহী পরিচালক হাসান হাফিজুর রহমান, দৈনিক রানারের নির্বাহী সম্পাদক প্রণব দাস, আইইডি যশোরের উন্নয়ন কর্মকর্তা কাজল বিশ্বাস, বাংলাদেশ যুবমৈত্রী যশোর জেলার সভাপতি অনুপ কুমার পিন্টু প্রমুখ।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যের মাধ্যমে সরকারের প্রতি তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণে, তামাক কোম্পানি থেকে সরকারের শেয়ার প্রত্যাহার, তামাকজাত দ্রব্য বিক্রয়ে লাইসেন্সিং ব্যাবস্থা জোরদার করাসহ বিভিন্ন দাবি জানান। একইসাথে তামাক চাষীদের ভর্তূকি প্রদানের মাধ্যমে বিকল্প পুষ্টিকর ও টেকসই খাদ্য উৎপাদনে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।
একই সাথে তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়।